প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ইতিহাসঃ

পরিচিতিঃ- নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় যে ক’টি শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে ঐতিহ্যের দিক থেকে এ.এম. বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান।

আবস্থানঃ- ঢাকা শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে মদনগঞ্জ টু নরসিংদী হাইওয়ে (সাবেক প্রভাকরদী রেল স্টেশন) সংলগ্ন লেঙ্গুরদী গ্রামে বিদ্যালয়টির অবস্থান।

প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালঃ- আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক,দানশীল, মহৎপ্রাণ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব এ.এম.বদরুজ্জামান খাঁন খসরু ১৯৯৩ সালের ১লা জানুয়ারী ১.৫১ একর জমির উপর এ বিদ্যালয়টি প্রতিষ্ঠ করেন।

ভবন পরিচিতিঃ-প্রতিষ্ঠাকালীন বিদ্যালয়ের মূল পাকা ভবন ছিল ০২টি। ১৯৯২-৯৩ অর্থবছরে নির্মিত দ্বিতলা ভবনের দ্বিতীয় তলায় পুরোটাই শ্রেণিকক্ষ এবং নিচ তলায় প্রধান শিক্ষকের অফিস, সহকারী প্রধান শিক্ষকের অফিস, শিক্ষক কমন রুম, বিজ্ঞানাগার ও নামাজের ঘরের অবস্থান। পাশ্ববর্তী ৩য় তলা ভবনের নিচতলায় বিশাল অডিটরিয়াম, দ্বিতীয় তলায় শ্রেণিকক্ষ ও এডোলেসেন্ট কাউন্সিলিং সেন্টার এবং তৃতীয় তলায় শ্রেণিকক্ষ ও সু-দৃশ্য কম্পিউটার ল্যাবের অবস্থান।

পরবর্তী ২০১৬-১৭ অর্থবছরে শুরু হয়ে ২০২২ সাল নাগাদ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক সু-দৃশ্য ৪ তলা একাডেমিক ভবন এবং ২০২০-২১ অর্থ বছরে ৪ তলা ভিত ফলক বিশিষ্ট আরও একটি ১ তলা ভবন নির্মাণ করা হয়। সব মিলিয়ে বিদ্যালয়ে ৪টি পাকা ভবন রয়েছে।

প্রতিষ্ঠাকালীন সভাপতিঃ- বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হিসেবে প্রথম সভাপতির পদ অলংকৃত করেন  জনাব এ.এম.বদরুজ্জামান খাঁন খসরু মহোদয়।

বর্তমান সভাপতিঃ- প্রতিষ্ঠাটির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আড়াইহাজার উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাত হোসেন। তাঁর সুদক্ষ পরিচালনায় বিদ্যালয়টি ক্রমান্নয়ে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকঃ- বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জনাব মোঃ জমির উদ্দিন মিয়া এ.এম.বদরুজ্জামান এম.এ.বি-এড বিগত ০২/০১/১৯৯৩ সাল থেকে ১৫/০৭/২০১৩তারিখ পযর্ন্ত অত্যান্ত সুনামের  সঙ্গে বিদ্যালয়টি পরিচালনা করেন।

বর্তমান প্রধান শিক্ষকঃ-প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান শিক্ষক হিসেবে জনাব মোঃ আব্দুল আজিজ এম.এ.বি-এড 10/11/2013 তারিখ থেকে দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষক,কর্মচারী পরিচিতিঃ- বিদ্যালয়ে বর্তমানে ১৭ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী কর্মরত আছেন। সু-দক্ষ শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও নিবীড় তত্বাবধানে কোমলমতি ছাত্র-ছাত্রীরা এখানে যত্ন সহকারে পাঠগ্রহণ করে ভবিষ্যতের সু-নাগরিক হয়ে গড়ে উঠছে।

ফলাফলঃ- বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে জে.এস.সি ও এস.এস.সি পরিক্ষায় ফলাফল সবসময় সন্তোষজনক ছিল। সার্বিক বিবেচনায় বিদ্যালয়টি ঈর্ষানীয় সাফল্যের দাবি রাখে।